শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led03রাজনীতি

সাবেক মন্ত্রীপুত্র পাপ্পা গাজীর পিএস হিরা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হিরাকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর পল্টন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ হিরাকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনসহ বেশকয়েকটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email