বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
সদর

না.গঞ্জে ডিগনিটি কিট বিতরনে রেড ক্রিসেন্ট সোসাইটি

লাইভ নারায়ণগঞ্জ: ২৮০০ পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ ইউনিট। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইউনিটের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (সিসিএ) প্রজেক্ট এর সহযোগিতায় এ কিট বিতরণ করা হয়। এসময় এনসিসির সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কাযার্লয়ে সুমিলপাড়া, চরসুমিলপাড়া এবং ঋষিপাড়া এলাকার ২৮০০ পরিবারের মাঝে এ কিট বিতরণ করা হয়।

ডিগনিটি কিট এর মধ্যে আছে ঢাকনাসহ বালতি—০১টি, গোসল এর সাবান—০১টি, কাপড় কাচা সাবান— ০২টি, রিচার্জেবল টর্চ লাইট—০১টি, হ্যাঙ্গার (রাউন্ডশেপ ২৪ ক্লিপস)সহ —১টি, ফিতাসহ প্লাস্টিকের বাশি—০১টি, প্যান্টি—০৪টিসহ সর্বমোট ০৮ ধরনের সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল ইসলাম বলেন, ‘যেসব ডিগনিটি কিট দেয়া হয়েছে সেগুলো ব্যবহার করে কিছুটা হলেও উপকারভোগীরা উপকৃত হবে। তিনি আরো বলেন আমি একজন চিকিৎসক, আমার অভিজ্ঞতার দেখেছি যে, যারা ধুমপান ও জর্দা দিয়ে পান খান তাদের মুখের ক্যান্সার বেশি হয়। তাই স্বাস্থ্য সচেতন হিসেবে আমাদের ধুমপান ও জর্দা দিয়ে পান খাওয়া বন্ধ করতে হবে। সিসিএ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ এ যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা প্রশংসার দাবী রাখে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আগামীতেও আর্ত মানবতার সেবায় সদা কাজ করে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আমিনুল ইসলাম, ট্রেজারার, ডাঃ মাহমুদা আলম মিতু, সম্মানীত সদস্য, ম্যানেজিং বোর্ড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি, মহাসচিব, ইমাম জাফর সিকদার, পরিচালক, ডিসিআরএম, মোঃ শাহজাহান সাজু, এডি এন্ড কো—অর্ডিনেটর, ডিসিআরএম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন ইমাম জাফর সিকদার, পরিচালক, ডিসিআরএম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সভা পরিচালনা করেন কাওছার আহমেদ, ইউনিট লেভেল অফিসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্রিটিশ রেডক্রস এর প্রতিনিধি, সিসিএ প্রকল্পের কর্মকর্তাগণ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ এবং প্রকল্প এলাকার উপকারভোগী প্রমুখ।

RSS
Follow by Email