ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের ছাত্র—ছাত্রীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সাকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক মদিনা মসজিদস্থ স্কুল প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মৌচাক বাসস্ট্যান্ড, মিজিমিজি চৌধুরী,কান্দাপাড়া হয়ে পূনরায় স্কুল প্রঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের সভাপতি, নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানো আমাদের ইমানি দায়ীত্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বিশে^র মুসলমানদের ঐক্যবন্ধ হয়ে এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ইসরায়েলের সকল ধরনের পন্য আমাদের কে বর্জন করতে হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।