সিদ্ধিরগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট: আরও এক যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীদের মারধর করে, একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে নেয়ার ঘটনায়ে আরও এক যুবককে আটক করেছে র্যাব-১১। সোমবার (১৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত যুবকের নাম গোলাম মোরশেদ বাবুও লালবাবু (২৫)। সে সিদ্ধিরগঞ্জ বাগমাড়া এলাকার লাল মিয়ার ছেলে। এর আগেএকই ঘটানয়, সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে ও সিদ্ধিরগঞ্জ নিমাই কাসারী এলাকার আব্দুল খালেকের ছেলে মো. শফিক (২৬)কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, সিদ্ধিরগঞ্জে সাহেব পাড়া এলাকায় এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লি. প্রতিষ্ঠানে গত ২৬ মার্চ ৮-১০ জন আনসার সদস্য বাদীর প্রতিষ্ঠানে ডিউটি করে। বিকালে ২ জন আনসার সদস্য বাহিরে ইফতারকিনে প্রতিষ্ঠানের উত্তর পাশের মূল ফটক দিয়ে প্রবেশ করার সময়, অজ্ঞাত ৫০-৬০ জন দুস্কৃতিকারীরা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিতভাবে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা দায়িত্বরত আনসারদের মারধর করে। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন দুষ্কৃতিকারীরা তাদের দখলে নিয়া নেয়। দুস্কৃতিকারীরা আনসার সদস্যদের হাত-পা বেধে প্রতিষ্ঠানের ২য় তলার একটি অফিস রুমের ভিতরে আটকাইয়া রেখে বাহির থেকে দরজা লাগাইয়া দেয়।
র্যাব আরও জানায়, এক পর্যায়ে দুস্কৃতিকারীরা বাদীর প্রতিষ্ঠানের মেইন লাইন হইতে বিভিন্ন মেশিনের সহিত সংযুক্ত পাওয়ার ক্যাবল, যাহা তামার তারের উপরে কালো ইনসুলিশন দ্বারা মোড়ানো ঘণণ ক্যাবলসহ সর্বমোট ৩ কোটি ৩৪লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে। দুস্কৃতিকারীরা যাওয়ার পর আনসার সদস্যরা পারস্পরিক সহায়তায় তাহাদের বাঁধন খুলিয়া অফিস কক্ষের জানালা দ্বারা বাহির হয়ে, গ্রিলের মাধ্যমে নিচে নেসে প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক খোলা দেখতে পায় এবং ফ্লোরে ট্রাকের চাকার দাগ দেখতে পায়। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন প্রতিষ্ঠানের ভবনের সিঁড়ির সামনে পাকা ফ্লোরে পাওয়া যায়। এমতাবস্থায় আনসার সদস্যরা বাদীকে ও প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি মোবাইল ফোনে জানাইলে বাদী ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিস্তারিত শুনিয়া প্রতিষ্ঠানের লুন্ঠিত হওয়া মালামালের হিসাব-নিকাশান্তে বিষয়টি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলাপ-আলোচনা শেষে থানায় এসে এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। আটক কৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।