মার্কিন সাম্রাজ্যবাদ পশ্চিমা দেশ গুলোর মুখে মানবাধিকার ভন্ডামি ছাড়া কিছুই না: সিপিবি
লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি জায়নবাদের নৃশংস হামলা গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এড.মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সম্পাদক মন্ডলির সদস্য আঃ হাই শরীফ, সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের ওপর হামলা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েলি জায়নবাদী ইতিমধ্যে ৫১ হাজার মানুষ কে হত্যা করেছে। লাখ লাখ মানুষ আহত করেছে। তাঁর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি জায়নবাদের এই বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্যাতন নিপীড়ন হত্যা ৭৭ বছর আগে গোড়াপত্তন হয়েছে। জোরপূর্বক ফিলিস্তিন দখল করে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ওপর অব্যাহত ভাবে নিপীড়ন নির্যাতন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। ইসরায়েলি জায়নবাদীদের সমর্থন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ পশ্চিমা দেশ গুলো প্রমাণ করেছে তাঁদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া কিছুই না। জাতিসংঘ দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে উপযুক্ত কোন উদ্যোগ গ্রহণ করছে না। জাতিসংঘ কে অবিলম্বে ইসরায়েলির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলিদের হামলা, গণ’হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বাধ্য করতে হবে। গণ’হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলির বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে নেতৃবৃন্দ বিশ্বের সকল মানুষকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।