শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led04আদালত

বায়ুদূষণ বন্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বায়ুদূষণ বন্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন।

অভিযানে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত মোহাম্মদী স্টীল মিলস লি: এর ৫০ হাজার টাকা ও রূপগঞ্জের তারাব এলাকার জিও জো ইন্ডা: লি: এর দুই লাখ টাকা জরিমানা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) অনুযায়ি এ জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা প্রকল্পের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email