শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
রাজনীতি

ফতুল্লার সমাবেশ সফল করার লক্ষ্য পঞ্চবটিতে বিএনপির প্রস্তুতি সভা

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১২ এপ্রিল ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ফতুল্লা থানা বিএনপি। বুধবার (৯ এপ্রিল) বিকালে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা হাজী মো: আলিনুরের উদ্যোগে পঞ্চবটি মোড়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ১২ এপ্রিল ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপির সমাবেশকে মহা-সমাবেশে রুপান্তরিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শহিদুল ইসলাম টিটু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীট হাতকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীরা ঘরে বসে না থেকে সঠিক সময়ে উপস্থিত হয়ে সমাবেশে যোগদান করতে হবে।

উক্ত প্রস্তুতি সভায় বিএনপি নেতা আলিনুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, এনায়েতনগর ইউনিয়ন জাসাসের সভাপতি হুমায়ন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান খোকন,এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান জুয়েল, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজু, ২নং ওয়ার্ড বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: আকরাম হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: আফজাল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, বিএনপি নেতা হাসান, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা শেখ মোহাম্মদ আবুল হাসনাত প্রমুখ।

RSS
Follow by Email