শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led04আদালত

তেলের মাপে কারচুপির অভিযোগে প্রধান ফিলিং স্টেশনকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: তেলের মাপে কারচুপি ও নিয়মবহির্ভূতভাবে জ্বালানি বিক্রি করার অপরাধে বন্দরের প্রধান ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। এসময় পাম্পের সাময়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার ফরাজিকান্দাস্থ প্রধান ফিলিং স্টেশনে অভিযান চালায়।

অভিযানে তিনটি ডিজিটাল মেশিন পরীক্ষা করে প্রতি লিটারে ৩০ মি.লি. করে তেল কম দেওয়ার প্রমাণ পায়। এছাড়া নিয়মবহির্ভূতভাবে জ্বালানি বিতরণ এবং সরকারি নিয়মনীতি অনুসরণ না করার জন্য পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

RSS
Follow by Email