শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led05গণমাধ্যম

রিপনের মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নেরনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে রেজা রিপনের মৃত‌্যু‌তে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান সা‌দিক শাওনের স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন আজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সা‌দিক শাওন সহ সংগঠ‌নের সকল সদস‌্যবৃন্দ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।’

RSS
Follow by Email