মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led04ক্রীড়াবন্দর

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোল্ডেন ক্রিকেট ক্লাবের জার্সি উদ্বোধন

ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গোল্ডেন ক্রিকেট ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জার্সি উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯ সকালে) বন্দর প্রেসক্লাবে বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও ক্রিকেট কোচ বাবু অশোক কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জার্সি উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, গোল্ডেন ক্রিকেট ক্লাবের সভাপতি মো: আলমগীর প্রধান।

অনুষ্ঠানে জার্সি উদ্বোধন শেষে কেক কেটে গোল্ডন ক্রিকেট ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে ক্লাবের পক্ষ থেকে ক্রীড়াঙ্গণে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোল্ডেন ক্রিকেট ক্লাবের সদস্য মো: আব্দুল্লাহ্, মেহেদী হাসান বিল্লাল, মো: শাহ আলম, মো: ফয়েজ, মো: রাব্বি, মো: আশিক, মো: হৃদয়, মো: আরাফাত, মো: শুভ, মো: তন্ময় প্রমূখ।

RSS
Follow by Email