মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led04সদর

ঈদের পর কদমরসুল সেতুর কাজ শুরুর ঘোষনা

লাইভ নারায়ণগঞ্জ: ঈদের পর শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আনুষ্ঠানিকভাবে কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু করতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী হরিকিংকর মোহন্ত।

এ বিষয়ে এলজিইডি’র নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, ‘নানা জটিলতার কারণে দীর্ঘদিন এ সেতুর কাজ শুরু করা যায়নি। সকল জটিলতার অবসানের পর গতবছর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র যাচাই-বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানও নির্ধারণ করা হয়। আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে সেতুর বিভিন্ন জায়গা রি-ভিজিট করছি। আশা করছি ঈদের পর খুব তাড়াতারি কাজ শুরু করতে পারবো।’

RSS
Follow by Email