মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led02সদর

না.গঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে আমরা কাজ করছি: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এ ট্রেনের বগিগুলোতে ইন্টার-কানেক্টিভিটি রাখা হয়েছে। যাতে যাত্রীরা একটি বগি থেকে আরেক বগিতে সহজেই যাতায়াত করতে পারেন। স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রীদের জন্য এটি রেলওয়ে বিভাগের উপহার। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষে আমরা কাজ করছি।’

বুধবার (২৬ ডিসেম্বর) চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চালু উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক।

অনষ্ঠানে নতুন এই ট্রেণের বিষয়ে চাষাঢ়া স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাঁজা সুজন বলেন, ‘শতাব্দী পুরোনো এ রেলপথে আগে পুরোনো ধাঁচের ট্রেনগুলো চলাচল করতো। যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের আদলে নির্মিত নতুন একটি কমিউটার ট্রেনের যাত্রা শুরু হলো। এ ট্রেনে আগের চেয়ে বেশি বগি সংযোজন করা হয়েছে। মুখোমুখি আসনে বসার পরও নিরাপদে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থাও এ ট্রেনে রাখা হয়েছে। এছাড়া, সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান। আধুনিক সুবিধা সংযোজন করা হলেও ট্রেনযাত্রার ভাড়া আগের মতো ২০ টাকা রয়েছে। আগে এ রুটে চলাচল করা ট্রেনের বগি ছিল আটটি, যা এখন বাড়িয়ে এগারোটি করা হয়েছে। একযাত্রায় মোট ১১৭৬ জন যাত্রী বহনক্ষমতা সম্পন্ন ট্রেনটি নির্দিষ্ট সময় পরপর দিনে ও রাতে ১৬ বার যাত্রী পরিবহন করবে। পুরোনো আটটি বগি-সম্পন্ন ট্রেনগুলোতে বর্তমানের অর্ধেক যাত্রী পরিবহনের সক্ষমতা ছিল। এখন একটি ট্রেনে এগারোটি বগি সংযুক্ত করা হয়েছে।’

RSS
Follow by Email