মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led03রাজনীতি

আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা সফল হবে না: মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঙালি জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা। তবে তাদের এই চক্রান্ত কখনোই সফল হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।’

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর মিশনপাড়ায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী প্রচার বিভাগের দায়িত্বশীল হাফেজ আবদুল মোমিন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email