মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led05রাজনীতি

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (২৬ মার্চ) সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এ সময় এক বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আজকে এই স্বাধীনতা দিবসে ফ্যাসিবাদীদের অস্তিত্ব বাংলাদেশে নাই। সুতরাং বলে দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই ফ্যাসিবাদী হয়ে উঠবে তারা এই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে এবং ইতিহাস থেকে তাদের নাম মুছে যাবে। আমরা দেখেছি গত ১৫ বছর জুলুম অত্যাচার করেছে আমাদের উপরে, দেশে কু-শাসন চালিয়েছে। আজকে সেই দল অস্তিত্ব সংকটে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিগত ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে ছিলাম বলেই আমাদের দেশ ছেড়ে পালাতে হয় নাই। যারা আজকে সামান্য বিপদ দেখে পালিয়ে গেছেন, কারণ তাদের সঙ্গে জনগণ নাই। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাজনীতি ছিলো জনগণের রাজনীতি, দেশের রাজনীতি, মানুষের রাজনীতি। সেই রাজনীতিকে ধারণ করে আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়ে এই দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো।’

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ভাগ্যন্নোয়নে অতীতেও কাজ করেছে এবং আগামী দিনেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে রয়েছে। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মানুষের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা দিবসের শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা নিয়ে থাকবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, রহিমা শরীফ মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email