বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজনীতি

না.গঞ্জ ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্রদের ইফতার ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: ‘অশান্ত এই আহাজারি হবে না তো শান্ত, পূর্ণ বিজয় ছিনিয়ে নিয়ে তবেই হবো ক্ষান্ত। দেশ হবে জনতার, অধিকার হবে সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচিতি সভা ও সেমিনার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। রবিবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবে ওই আয়োজন করা হয়।

আয়োজিত সভা ও সেমিনারে চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় করা হয়। এ সময় প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিদের উপস্থিতিতে ইফতার মাহফিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পিবিআই’র নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, জেলা কমিটির আমীর মমিনুল হক সরকার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, মহানগর কমিটির সংগঠক অর্পা ইসলাম মিতু প্রমুখ।

RSS
Follow by Email