শনিবার, মার্চ ২২, ২০২৫
ধর্ম

চুনকা কুটিরে “মাওলা আলী (আঃ) ‘র শাহাদাত দিবস” পালন

প্রেস বিজ্ঞপ্তি: নূর নবীজি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেলাফতের চতুর্থ ইমাম, শের এ খোদা, মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম ” ক্বাবা শরীফে জন্মগ্রহন করেন। জান্নাতের নারীদের ইমাম সাঈদিনা ফাতিমা তুজ জোহরা আলাইহি ওয়াসাল্লাম এর স্বামী মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে সালাত আদায়রত অবস্হায় ৪০ হিজরীর ২১ রামাদান জান্নাতের যুবকদের ইমাম সাঈদিনা হাসান আলাইহি ওয়াসাল্লাম এবং সাঈদিনা হুসাইন আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আলী আলাইহি ওয়াসাল্লামকে খাজেরী মুনাফিক ইবনে মুলযান তরবারীর আঘাতে শহীদ করেন।

নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম ও দ্বিতীয় নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, চিস্তিয়া তরিকার খলিফা আলী আহমদ চুনকা (রহঃ) ‘ র দেওভোগের “চুনকা কুটির” বাড়ীতে অবস্হিত দারুল ইস্ক খানকাহ শরীফে প্রতি বছরের মতো এবারও ১৪৪৬ হিজরীর ২০ রামাদান মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাত দিবস পালন করা হয়।

দেওভোগের ঐতিহাসিক ওই বাড়ীতে শুক্রবার (২১ মার্চ) বাদ আসর এ উপলক্ষে ফাতিহা,চার কুল ও কুরআন তেলাওয়াত এবং মিলাদ-কিয়াম, বিশেষ মুনাজাত করা হয়।

মাহফিলে সংক্ষিপ্ত ভাবে মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের ঘটনা বর্ননা করা হয়।মাওলানা সাজ্জাদ হোসাইন বক্তব্য রাখেন।মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের ঘটনা শুনে আগতদের অনেকেই কেঁদে উঠেন। নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্হিত থেকে মাহফিলে আগত মেহমানদের মাঝে ইফতার নেওয়াজ পরিবেশন করেন।

মাহফিলে চুনকা কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী, পুত্র আলী রেজা রিপন ও আহামদ আলী রেজা উজ্জ্বল, জামাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদির,ত্বকি মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু,সাবেক পৌর কাউন্সিলর খাজা আহসানউল্লাহ, সাবেক নাসিক কাউন্সিলর ফয়সাল আহমেদ সাগর,মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান,ন্যাপ নেতা এড.আওলাদ হোসেন,বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, আওলাদ হোসেন,গাউসিয়া কমিটির মুহাম্মদ আবু সাঈদ কাদেরী প্রমুখ অংশ নেন।

মাহফিলে নিজের অভ্যাসগত কারনে আগত শিশুদেরকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী নিজ হাতে ইফতার পরিবেশন করেন। তিনি শিশুদের সাথে মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথাও বলেন।

RSS
Follow by Email