বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
Led03পরিবহন

শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১৯ মার্চ) সকালে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মূলত নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ থেকে রূপসী পর্যন্ত এ অভিযান চলে।

এ বিষয়ে পরিদর্শক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়, ‘অভিযানের সময় ১০-১৫টি নৌযান পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি নৌযানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ নৌ পুলিশের একটি বিশেষ টিম।

RSS
Follow by Email