সোনারগাঁয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক পুকুর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পানাম নোয়াইল গ্রামের আলমগীরের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার এসআই ইকরাম বলেন, ‘পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। এরপর আমাদের কাছে তথ্য আসলে আরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। তার পরিচয় এখনো জানতে পারিনি তবে আনুমানিক ৪৫ বছর বয়স হবে। লাশকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’