বুধবার, মার্চ ১৯, ২০২৫
Led04জেলাজুড়ে

না.গঞ্জসহ সকল জেলার পুলিশদের প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা

লাইভ নারায়ণগঞ্জ: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জসহ সকল জেলা্ এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনু্ষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এ ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

RSS
Follow by Email