বুধবার, মার্চ ১৯, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারে নিজ ঘর থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিজ ঘরে পাওয়া গেছে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) বিকেলে আড়াইহাজার থানার অফিসার ইনর্চাজ (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে। এর আগে রবিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকা থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত নারী হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানাধীন হাড়িয়াগাই এলাকার সামসুউদ্দিন মিয়ার মেয়ে শামসুন্নাহার চৈতি (২৬)। তিনি ও তাঁর স্বামী সাইফুল ইসলাম ওই এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা গণমাধ্যমে জানায়, দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকার একটি পোশাক তৈরির কারখানায় কর্মরত ছিলেন চৈতি। একই এলাকার মাসুম মিয়ার বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়ায় থাকতেন। রোববার ভোরে অন্য ভাড়াটিয়ারা ঘরে চৈতির মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি বাড়িমালিক মাসুমকে জানালে তিনি আড়াইহাজার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন বলেন, নিহত নারীর হাতে ব্লেড জাতীয় জিনিস দিয়ে কাটার চিহ্ন পেয়েছি। আমরা মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়েেএখনো কোন মামলা হয়নি তবে আমরা পরিবারের সাথে কথা বলছি।

RSS
Follow by Email