সোমবার, মার্চ ১৭, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গৃহিণীকে গণধর্ষণ, ২ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বাসা দেখানোর কথা বলে গৃহিণীকে গণধর্ষণের ঘটনায়, মামলার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-১১। রবিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক (সিনি. এএসপি) মো. গোলাম মোর্শেদ। এর আগে শনিবার সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা হতে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত যুবকের নাম রাকিব হোসেন(৩৮)। সে নওগাঁ বদলগাছির কাদিবাড়ী এলাকার কুতুব উদ্দিন ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ বছর আগে ১০ ডিসেম্বর ভিকটিম বাসা ভাড়া নেওয়ার জন্য তার পূর্ব পরিচিত মো. রাকিব হোসাইনকে বলে তার কাছে পরিচিত বাসা আছে বলে জানায়। একই দিন দুপুর ১২টায় মো. রাকিব হোসেন ভাড়া বাসা দেখানোর কথা বলে ভিকটিমকে নিয়ে সিদ্ধিরগঞ্জ কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায়ঢ আশরাফ উদ্দিন’র বিল্ডিংয়ের ভিতর একটি রুমে অভিযুক্ত রাকিবসহ ৩/৪ জন মিলে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে মামলা মোকদ্দমা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে রুম থেকে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে বর্ণিত মামলাটি দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১৪/৫৯০, তাং-১১/১২/২০২৩ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ৯(৩)/৩০। মামলা রুজুর পরপরই আসামীরা আত্মগোপনে ছিল।

এই মামলা রুজু হওয়ার পর হতে পলাতক আসামী মোঃ রাকিব হোসেন’কে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা করে। পরে গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email