বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে লাফিয়ে গৃহবধুর আত্মহত্যা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ১০ তলা ছাদ থেকে লাফ দিয়ে সুমাইয়া আক্তার আনিকা (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ৪ নং ওয়ার্ডস্থ ভূমিপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিকার পিতার নাম আলমগীর হোসেন। তারা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, নিহত মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বিয়ে হয়েছিল। তবে তার মানসিক রোগের কারণে স্বামীর বাড়ি না থেকে পিতা-মাতার ঘরে বসবাস করতেন। যে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তার তিন তলায় তাদের বাসা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনা পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email