‘গ্রিন এন্ড ক্লিন না.গঞ্জ’ কর্মসূচি পালন, লিংক রোডে সাইনবোর্ড ও ব্যানার অপসারণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাষাঢ়া মোড় সংলগ্ন রাইফেলস ক্লাব পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাস্তার দুইপাশে থাকা বিভিন্ন সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়। দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর দেড় হতে বিকেল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাষাঢ়া মোড় সংলগ্ন রাইফেলস ক্লাব পর্যন্ত সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেছে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ পুলিশ।