রবিবার, মার্চ ১৬, ২০২৫
Led01Led02রাজনীতি

শিক্ষার্থীদের গিয়াসউদ্দিন ‘পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না’

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের চূড়ান্ত সফল হতে হবে। চূড়ান্ত সফলতা হলো আখিরাতে আল্লাহর সামনে সফলকাম হওয়া। আমরা তোমাদের (শিক্ষার্থীদের) শুধু একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি। সফলতা তোমাদের অর্জন করতে হবে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, সেই-ই সফল, যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের, এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না। নিজের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। তাই আমাদের নিজেদের মূল্য নিজেরাই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হই।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও অতিথিরা।

RSS
Follow by Email