শনিবার, মার্চ ১৫, ২০২৫
অর্থনীতি

গণঅভ্যুত্থানের পরে শহীদ শ্রমিক পরিবার যথাযথ ক্ষতিপূরণ পায়নি: অঞ্জন দাস

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ২০ রমজানের ভিতরে বেতন বোনাসসহ শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি পরিষদ এবং সিন্ডিকেট কারীদের গ্রেপ্তারের দাবিতে, মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিকনেতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান অঞ্জন দাস, প্রচার সম্পাদক দেলোয়ার,অন্যতম প্রধান সদস্য মোঃ মোবাশ্বির হোসাইন।

অঞ্জন দাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো এখনও ঘোষণা করা হয়নি, আন্দোলনে শহীদ শ্রমিক পরিবার যথাযথ ক্ষতিপূরণ পায়নি এবং আহত শ্রমিকরা সুচিকিৎসা পায়নি। সরকারকে অবিলম্বে জুলাই অভ্যুত্থানে নিহতদের ক্ষতিপূর এবং আহতদের চিকিৎসা দেওয়ার দাবি জানান।

মো. মোবাশ্বির হোসাইন বলেন, শ্রমিকদের অকান্ত পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। জনগণ ভোটে সরকার নির্বাচিত হয় তাহলে সরকার কেন শ্রমিকদের ন্যায্যতা নিয়ে তাল বাহানা করে। জুলাই অভ্যুত্থানে ইন্টোরিয়াম সরকার গঠিত হয় সেই সরকার ও কেন শ্রমিকদের নিয়ে সাত মাস পার হলেও শ্রমিকদের ন্যায্যতা ফিরিয়ে দিতে কোন প্রকার পদক্ষেপ নিল না। এর জবাবদিহি করতে হবে ইন্টেরিয়ম সরকারকে। শ্রমিকদের পরিশ্রমে দেশের অর্থনীতি যেহেতু পরিচালিত হয় সেহেতু শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠা করা অন্যতম প্রধান কাজ।

সভাপতির বক্তব্য আব্দুল্লাহ আল মামুন বলেন, অবিলম্বে ২০ রমজানের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা মার্চ মাসের পূর্ণ বেতন সম্পূর্ণ বোনাস প্রদান করতে হবে। গার্মেন্ট মালিকরা যদি বোনাস বেতন নিয়ে কোন তালবাহানা করে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে।

RSS
Follow by Email