আড়াইহাজারে ধানক্ষেত থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চলছে তদন্ত
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার গাজিপুরা এলাকায় ধানক্ষেত থেকে ওই লুট হওয়া অস্ত্র উদ্ধার করে তারা। এ সময় একটি গ্যাস গান, একটি শর্ট গান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।
তিনি জানায়, শুক্রবার গাজিপুরা এলাকায় সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।