শনিবার, মার্চ ১৫, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

দোকানের সাটার নামিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক শিশু (৮)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. সেলিম মিয়া (৫০)। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৃত আজগর আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভিকটিম সেলিম মিয়ার চায়ের দোকানে চকলেট ক্রয় করতে যায়। দেরি হওয়ায় ভিকটিমের মা গিয়ে দেখে দোকানের সাটার অর্ধেক লাগানো। ভেতরে ঢুকতেই দেখে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় ভিকটিমের মা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত অভিযুক্ত সেলিম মিয়াকে পুলিশ হেফাজতে নেই এবং ভিকটিমকে উদ্ধার করি।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email