শনিবার, মার্চ ১৫, ২০২৫
Led02রাজনীতি

কুতুবপুরে গিয়াসউদ্দিন ‘দলের নেতাকর্মীদের আগে ভালো মানুষ হতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, একাত্তরে আমাদের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধে অনেকেই প্রাণ দিয়েছেন দেশের জন্য, অনেকে অনেক কিছু হারিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পর এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। অনেক ত্যাগ শিকার করতে হয়েছে, অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে, বহু মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নির্যাতন-জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমাদের দেশের ওয়ামায়ে কেরামদের নির্যাতনের শিকার হতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে। এই অবস্থায়ও আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছানোর জন্য চেষ্টা চলছে। আমরা গনতান্ত্রিক, বৈষম্যহীন ও আইনের শাসনের একটি দেশ দেখতে চাই।

শুক্রবার (১৪ মার্চ) ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে, ইফতার ও দোয়া মাহফিলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপি হলো একটি গণতান্ত্রিক দল, তাই এদেশের মানুষ বিএনপি’র উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে। বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে বিএনপি কাজ করবে। জাতি প্রত্যাশা করে যে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি দেশে আসে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসেবে তিনিও দেশের কল্যাণে কাজ করবে। তারেক রহমান দেশে আসলে কি দেশের কল্যাণে একা কাজ করতে পারবে? না। তার জন্য তার সাথে কিছু ভালো মানুষের নেতৃত্ব একত্রিত হতে হবে। ভালো মানুষের নেতৃত্ব ছাড়া, ভালো মানুষের সঙ্গ ছাড়া তিনি চাইলেও মানুষের কল্যাণে কাজ করতে পারবে না। সেই জন্য দলের নেতাকর্মীদের আগে ভালো মানুষ হতে হবে। রাজনীতিবিদরা যদি ভালো মানুষ হয় তাহলে দেশ ভালো হয়ে যাবে। রাজনীতিবিদরা যদি ভালো মানুষ না হয়, তাহলে আরও চেষ্টা, সংগ্রাম করলেও দেশ ভালো হবে না। এখন প্রয়োজন তারেক রহমানের জন্য ভালো মানুষ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, অনেক ভালো মানুষ আছে, তাদের দলের প্রতি টানেন। খারাপ মানুষদের বিতারিত করেন। খারাপ মানুষ বিদায় না করলে এই বিএনপি দিয়ে আগামীতে দেশের কল্যাণ করা যাবে না, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা যাবে না। সব চাইতে জনপ্রিয় নেত্রী হলো বেগম খালেদা জিয়া। তারপরেই সব চাইতে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান। এই নেতাকে যদি রাষ্ট্রের কাজে ব্যবহার করে জনগণের কল্যাণ সাধন করতে চাই, তাহলে ভালো নেতৃত্বের একটা সংগঠন করতে হবে। সেই নেতৃত্ব হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে তারেক রহমানের যে চিন্তা ধারা আছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আসুন আমরা ভালো মানুষদের দলের দিকে টানি, তাদের মূল্যায়ণ বেশী করি।

এ সময় কুতুবপুর বিএনপিসহ ফতুল্লা থানা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email