শনিবার, মার্চ ১৫, ২০২৫
Led04সদর

শহীদ মিনারে এক ব্যাক্তিকে চুরি অভিযোগে বেধর পিটুনি, পুলিশে সোর্পদ

লাইভ নারায়ণগঞ্জ: চাষাঢ়ায় চুরি অভিযোগে এক ব্যাক্তিকে বেধর পিটিয়েছে সাধারণ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় একটি মাধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক মধ্য বয়সী ব্যাক্তি চুরির অভিযোগে লিটন নামে এক ব্যাক্তিকে পেটাচ্ছে। সেখানে চারপাশে জুরে মানুষ জরো হয়ে সেটা দেখছে ও ভিডিও করছে। ভিডিওতে লোকটাকে না মারতে বাধা দিতেও দেখা যায় তবুতে সে মারধর করছিলো। জানা যায়, পরে অভিযুক্ত ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত লিটনকে আমাদের জিম্মায় নেই। পরে জানতে পারি যে, অভিযুক্ত লিটন চুরির উদ্দেশ্যে ব্লেড দিয়ে ব্যাগ কাটার সময় হাতে নাতে ধরা খায়। আমরা তাকে চুরি একটি মামলায় আদালতে প্রেরণ করেছি।

RSS
Follow by Email