বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Led02সদর

শহীদ মিনারে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, অভিযোগ ‘চুরি’

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর চাষাড়ায় “চুরির” অভিযোগে এক যুবককে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গাছের ঝুলিয়ে পিটিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১২ মার্চ) বিকেলে বি বি রোড থেকে ওই যুবককে ধরে এনে গাছের মারধর শুরু করে কয়েকজন যুবক। এসময় উত্তেজিত জনতাও নির্যাতন চালায়। যুবককে গাছের সঙ্গে ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয় জনতার অভিযোগ, তাদের কাছে আটক হওয়ার এই যুবকসহ আরো কয়েকজন নগরীতে চুরি- ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। বিকেলে বি বি রোডে চুরি করার সময় তাকে আটকে শহীদ মিনারে প্রথমে গাছের সঙ্গে বাঁধা হয়। সন্ধ্যা পর্যন্ত ওই যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দীন। তিনি বলেন, চুরি অভিযোগ থাকলে তারা নির্যাতন না করে তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিলো। ঘটনার বিষয় বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

RSS
Follow by Email