মহসড়কে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ: আরও একজন গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে নারীকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে র্যাব-১১ কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. অয়ন (২২)। সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মো. হালিম মিয়ার ছেলে।
র্যাব মামলার এজাহারের সূত্রে জানা যায় যে, মুন্সিগঞ্জের গজারিয়ার এক গৃহবধূ পেশায় একজন বিবাহ অনুষ্ঠানে বাবুর্চীর সহকারী। তার আপন বোন অসুস্থ হলে নারায়ণগঞ্জের বন্দর মদনপুরে “দি বারাকাহ হাসপাতালে” চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি, রাত ৮টায় গৃহবধূ ও তার দেবর কামাল হোসেনকে সাথে নিয়ে অসুস্থ বোনকে দেখতে দি বারাকাহ হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে রাত অনুমান সাড়ে ১১টায় সোনারগাঁও থানার চিলারবাগ গ্রামের রাস্তায় ফাঁকা জায়গায় পৌছলে অভিযুক্ত সজীব, হাসান ও অয়নসহ ৮ জন লোক তাদের সিএনজি গাড়ীর পথ অবরোধ করে। পরে তারা গৃহবধূ ও কামাল হোসেনকে টেনে-হেচড়ে সিএনজি গাড়ী হতে নামিয়ে ফেলে।
রাত প্রায় ১২টায় সোনারগাঁও থানার দৈলেরবাগ বড়বাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিয়ে গিয়ে সজীব, হাসান ও অয়নসহ ৮ জন মিলে কামাল হোসেনকে কিল-ঘুষি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। সজিব কামাল হোসেনের থেকে ১৫ হাজার টাকা ও ভিকটিম গৃহবধূর দুই কানে থাকা ৩ আনা ওজনের ১ জোড়া স্বর্নের কানের দুল নিয়া যায়।
র্যাব জানায়, পরে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টায় সজীব, হাসানও অয়নসহ ৮ জন আসামী গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করার পর রাত প্রায় ২টায় গৃহবধূকে এবং কামাল হোসেনকে ওই পরিত্যক্ত ঘর হতে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম গৃহবধূ (৪০) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি গণধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-৩৯, তারিখ-২৬/০২/২০২৫ ইং, ধারা-৯(৩) ২০০০ নারী ও শিশু নির্যতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৩৪১/৩২৩/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় আসামীদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গণধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী মো. অয়নকে র্যাব-১১ মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামী মো. অয়ন’র বিরুদ্ধে সোনারগাঁও থানার এফআইআর নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৫ ইং; ধারা- ৪/৫ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী/২০১৯) আইন; এজাহারে অভিযুক্ত। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।