ফতুল্লা বিএনপি’র সংবাদ সম্মেলন, বিএনপিতে সেন্টু চেয়ারম্যানকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার অপচেষ্টার দাবি জানিয়ে, প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগ করে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ। উপজেলার নতুন কোর্ট এলাকায় ফতুল্লা ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।
এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। ফ্যাসিস্ট হাসিনা ও তার অনেক দোসর ও আগস্ট, রাতের অন্ধকারে পালিয়ে গেলেও তাদের অসংখ্য প্রেতাত্মা; এখনও আমাদের সমাজে রয়ে গেছে। বিএনপি থেকে আওয়ামী লীগে চলে যাওয়া ব্যক্তিদের বিএনপিতে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহসভাপতি হাজী শহীদুল্লাহ। তারা দুজনেই নৌকা নিয়ে নির্বাচন করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার ঘৃণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ডে আমরা যারপরনাই মর্মাহত, লজ্জিত, ব্যথিত। আমরা তাদের অমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা,সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হাসান রতন প্রমুখ।