মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
Led01Led02Led04রাজনীতি

না.গঞ্জে ইসলামী আন্দোলনের মহাসচিব ‘দেশ আজ মজলুম ও জালেম দুই ভাগে বিভক্ত’

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পীর সাহেব চরমোনাই সব সময় বলেন আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি, দেশ গড়তে হলে আমাদের এ সাথে থাকতে হবে। কিন্তু আজ দেশ দুই ভাগে বিভক্ত। একভাগ হলো মজলুম ও আরেক ভাগ হলো জালেম। তবে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ (স:) বলেছেন তোমরা মজলুম ও জালেম দুজনকেই সাহায্য করো। মজলুমকে সাহায্য করো যাতে সে আর অত্যাচারীত না হয়। জালেমকে সাহায্য করো তার হাত টেনে ধরে যাতে সে আর অত্যাচার করতে না পারে।

সোমবার (১০ মার্চ) বাদ আছর কল্যাণময় রাষ্ট বিনির্মাণে মহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ডিআইটি মসজিদের পাশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, এই ইসলাম ও মানবতার কল্যাণে এই দেশে যারা রাজনীতি করে তারা সবাই আমাদের বন্ধু। আমাদের চরমোনাই সাহেব সবাইকে নিয়ে একসাথে দেশ গড়তে বলেছেন। বিগত দিনে অকে সরকার বড় কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে। এগুলো আমরা অনেক দেখেছি আর ধোকা খেতে চাই না।

RSS
Follow by Email