আগামী প্রজন্মকে বোঝাতে হবে, স্বাধীনতা এমনি এমনি আসেনি: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: ‘আগামী প্রজন্মকে বোঝাতে হবে এ দেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৬ মার্চ) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের তিনি ওই মন্তব্য করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা বিশ্বাস করি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি আমরা তোপধ্বনির মাধ্যমে শুরু করবো। সকল কর্মসূচিতে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। সেদিন সকলে নতুন জাতীয় পতাকা উত্তোলন করবেন। কারও কাছে নতুন পতাকা না থাকলে জেলা প্রশাসনকে বলবেন, আমরা তা সরবরাহ করবো। আমরা নতুনত্বের স্বাদ নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে চাই।
তিনি বলেন, ২৫ মার্চের সেই রাতে ইতিহাসের নির্মম যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার জন্য আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের উদ্দ্যেশ্য সফল হয়নি। আগামী প্রজন্মকে বোঝাতে হবে এ দেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমরা আমাদের দেশকে উন্নত করতে হলে নৈতিকতার মানদন্ডে আমাদের উত্তীর্ণ হতে হবে। কেন আমাদের মাঝে এই নৈতিকতা নেই। কেন আমাদের এটি চাপিয়ে দিতে হবে৷ আর কবে আমরা এর থেকে বের হয়ে আমাদের নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে এ দেশ গড়ার কাজে আমাদের নিজেকে নিয়েজিত করতে পারবো।