বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05ধর্মবন্দরশিক্ষা

গরু বিক্রির টাকায় মাদ্রাসা ভবনের কাজ দেখলেন সেলিম ওসমান দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল আজহার গরু বিক্রির টাকায় বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাজের অগ্রগতি দেখতে নবীগঞ্জে গিয়ে পৌঁছান তিনি।

সেলিম ওসমান ও তার স্ত্রী নাসরিন ওসমান দীর্ঘদিন যাবত গবাদ পশুর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। প্রতিবছরই কুরবানীতে তার খামার থেকে কোটি টাকার গরু বিক্রি হয়। এবছর গরু বিক্রির পুরো ৪ কোটি ৩৫ লাখ টাকায় মাদ্রাসার ভবন নির্মাণের জন্য বরাদ্দের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহীকতায় গত ২৫ জুলাই ভবনের ভিত্তি প্রস্তের উদ্বোধন করেন।

কাজের অগ্রগতি দেখতে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় পৌঁছান সেলিম ওসমান। এসময় পাশে ছিলেন তার স্ত্রী নাসরিন ওসমান।

সেলিম ওসামন জানান, প্রথমে ভবনটি ৩ তলা করার উদ্যোগ নেওয়া হলেও এখন ৪ তলা করা হচ্ছে। আমি বেঁচে থাকলে মাদ্রাসাটির কাজ চলতেই থাকবে। স্বাভাবিক ভাবে মৃত্যু হলে পরিবারকে বলে গেছি, পাশের কবরস্থানে মাটি দিতে।

RSS
Follow by Email