বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
Led04সোনারগাঁ

কাঁচপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: কাঁচপুরে ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোর্শেদ।

তিনি জানান, ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে লাশটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনারগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

RSS
Follow by Email