আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতর নাম শাহীন (৩৮)। সে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ২৮ নম্বর কার্যকরী সদস্য এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীনকে ৭২ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর কাছে ৮টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া, বিএনপির নেতাদের ছবি দিয়ে এলাকাতে পোস্টারিংও করেছে শাহীন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, শাহীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।