সিদ্দিরগঞ্জে পুলিশের অভিযানে হত্যা মামলার অভিযুক্ত আটক
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁয়ের হত্যা মামলায় অভিযুক্ত একজনকে সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, সানারপাড় এলাকার মৃত আব্দুল আলীর ছেলে ওসমান গণি (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার জানায়, সোনারগাঁও থানা থেকে পুলিশ এসেছিলো। তারা এবং সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মিলে ওই আসামীকে আটক করেছে। আটককৃত ওসমান গনীকে আবার সোনারগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, সোনারগাঁও থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় অভিযুক্ত ছিলো ওসমান গণি।