ফতুল্লায় দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, বিদেশি পিস্তল উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা গণপিটুনি দিয়ে পিস্তল ও গুলিসহ দুই যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার বিকালে ফতুল্লা নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মামুন মিয়ার নির্মাণাধীন ভবন এলাকায় ওই ঘটনা ঘটে। বুধবার (৫ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
আটককৃতা হলো, ফতুল্লা উত্তর রসুলপুর এলাকার আ. রাজ্জাকের ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় (২৮) ওতার সহযোগী রহিম আহম্মেদ শান্ত (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানায়, ফতুল্লা নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় সোমবার বিকালে কিছু দুষ্কৃতকারী সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছে। এলাকার লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কোন সদুত্তর না দেওয়ায় এলাকার লোকজন তাদেরকে গণপিটুনী দিয়ে ফতুল্লা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জনৈক মামুন মিয়ার নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের মধ্যে পিস্তল ও গুলিসহ আটক করে রাখে।
বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/শংকর সরকার, এসআই (নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য, এসআই (নিঃ)/কাজী আফজাল শাহীন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়, জনগণ কর্তৃক গণপিটুনীতে আহত দুই জন দুষ্কৃতকারীকে জনগণের হেফাজত হতে নিজ হেফাজতে নেয়। অতঃপর ফতুল্লা থানার স্পেশাল-২(দিবা) পার্টির এসআই(নি:)/মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়।
গোয়েন্দা শাখা ও থানা পার্টির জিজ্ঞাসাবাদে উপস্থিত লোকজনের সামনেরাশেদ আহম্মেদ হৃদয়ের প্যান্টের ডান কোমড়ে একটি ম্যাগাজিনসহ পিস্তল গোজা আছে এবং ২. রহিম আহম্মেদ শান্তর পরিহিত প্যান্টের বাম পকেটে ২ রাউন্ড পিস্তলের গুলি আছে।
তারা আরও বলে যে, উক্ত অস্ত্র-গুলি দ্বারা আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হেফাজতে রেখেছিল। আসামীদ্বয় সহোদর ভাই। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। বেশ কিছুদিন ধরে তাদের নিকট থাকা অবৈধ অস্ত্র দ্বারা এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। গণপিটুনীতে আহত ধৃত আসামীদ্বয়কে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ২নং আসামি রহিম আহম্মেদ শান্ত(৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আসামীদ্বয় নিজ হেফাজতে অস্ত্র গুলি রেখে The Arms Act, 1878 এর 19(f) ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ০৪ ফেব্রুয়ারি একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিদের নামে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার আইন) এবং মারামারির মামলা রয়েছে।