সরকারি নির্ধারিত দামে নগরীতে বিক্রি হচ্ছে না এলপিজি, ক্রেতাদের ক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: সরকার চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করলেও সে দামে বিক্রি হচ্ছে না নগরীতে। মার্চ মাসে গ্যাসের দাম কমালেও সরকারি নির্ধারিত থেকে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই গ্যাস। মূল্য হ্রাসের পরও বেশি দামে গ্যাস কিনতে করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।
বুধবার (৫ মার্চ) নগরীর কালিরবাজারসহ বিভিন্ন আশেপাশের এলাকায় দেখা যায় এমন চিত্র। সরকার গত মাসের তুলোনায় ২৮ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করলেও নগরীতে বিক্রি হচ্ছে ১৬৫০ টাকায়। এমন অধিক দামের বিষয়ে জানতে চাইলে ডিস্ট্রিবিউটরের থেকে অধিক মূল্যে কিনতে হয় বলে জানায় ব্যবসায়িরা।
কালির বাজার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন তানভীর এন্টারপ্রাইজের কর্মী বলেন, ‘গ্যাসের দাম প্রতি মাসে বাড়ানো বা কমানো হয় কিন্তু কম্পানি সে দামে সিলিন্ডার পাঠাতে পাঠাতে মাসের অর্ধেক চলে যায়। আমাদের কাছে যে সিলিন্ডার আছে সেগুলো তো প্রতি মাসের টা মাসে বিক্রি হয় না। তবুও চেষ্টা করি সরকারের দামের সাথে মিল রাখার। আমরা তো আনি ডিলারের কাছে থেকে। ডিস্ট্রিবিউটর যে দাম রাখে আমাদের তার থেকে একটু বাড়িয়ে বিক্রি করতে হয়।
আরেক ব্যবসায়ি রবি রায় জানায়, ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১৫৫০ টাকা আর ১৫ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত আছে। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে যেমন বসুন্ধরা, টোটালসহ আর কিছু। এখন সরকার দাম যতোই নির্ধারন করুক কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা। ডিস্ট্রিবিউটর ও আবার দাম বাড়িয়ে বিক্রি করে। তাই শেষে গিয়ে দামটা বেশি পড়ে।
ক্রেতা আসলাম বলেন, সরকার তো প্রতি মাসে দাম হয় কমায় কিংবা বাড়ায়। পত্রিকায় পড়লাম যেমন এ মাসেই দাম ২৮ টাকা কমিয়েছে। এখন দোকানেেআসলে দোকানদাররা বলে মাত্র ঘোষণা আসছে দাম কমতে সময় লাগবে। এখন সিলিন্ডার তো প্রতিদিন কিনি না। ভোক্তা পর্যায়ের দাম কমার অপেক্ষাও করতে পারবো না এমনি রমজান মাস, বাসায়ও গ্যাস প্রায় শেষের পর্যায়। এখন সরকার পতনের পরও কেন দাম নিয়ে আগের মতো ছয় নয় করা হচ্ছে জানি না।
প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার দাম মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮১২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩০২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাস মুসকসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্নয় করা হয়েছে।