কমিউনিটি পুলিশকে চেম্বার অব কর্মাস ও বিকেএমইএ’র ২৫ লাখ টাকা অনুদান
# না.গঞ্জের যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে এসেছে: মোহাম্মদ হাতেম
# আমরা চেষ্টা করছি কমিউনিটি কমিউনিটি পুলিশের সাথে মিশে না.গঞ্জের যানজট নিরসন করা: দিপু ভূঁইয়া
# না.গঞ্জ আমাদের সবার, তাই সবাই মিলে যানজট মুক্ত করার একটি প্রয়াস করছি: এসপি প্রত্যুষ কুমার
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে যানজট মুক্ত রাখতে জেলা পুলিশ প্রশাসনকে চেম্বার অফ কর্মাস ও বিকেএমই্এ’র পক্ষ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়। বুধবার (৫ মার্চ) সকালে জেলা পুশিল সুপারের কার্যালয়ে এসপি প্রত্যুষ কুমার মজুমদারের কাছে এ চেক হস্তান্তর করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
চেক প্রদান শেষে মোহাম্মদ হাতেম বলেন, সারাদেশে থেকে সরকার যে রেভিনিউ পায় সেখানে নারায়ণগঞ্জ শীর্ষে। এরকম একটি ব্যবসায়িক জোনে যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। যানজট নিরসনের জন্য বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে কমিউনিটিতে পুলিশকে কিছু অনুদান দেওয়া হয়েছে। যাতে করে কমিউনিটি পুলিশের বেতনের সাথে এ টাকাটি সমন্বয় করা যায়। বিকেএমইএ এর পক্ষ থেকে ২০ লাখ টাকা ও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ৫ লাখ করে মোট ২৫ লক্ষ টাকার চেক আমরা পুলিশ প্রশাসনকে হস্তান্তর করেছি।
দিপু ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র এবং অন্যতম ব্যস্ততম জায়গা। এই জায়গাটায় যেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীর এবং নারায়ণগঞ্জবাসী যানজটমুক্ত সড়কে চলাচল করতে পারে সে ব্যবস্থা করার জন্য কমিটির পুলিশের কাছে আমরা এই টাকাটা হস্তান্তর করেছি। আমরা চেষ্টা করছি কমিউনিটি কমিউনিটি পুলিশের সাথে মিশে নারায়ণগঞ্জের যানজট নিরসন করা।
এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার, তাই সবাই মিলে যানজট মুক্ত করার একটি প্রয়াস করছি। এখানে বিকেএমইএ এবং চেম্বার অফ কমার্স এর একটি বড় অবদান আছে। আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ যেন যানজট মুক্ত থাকে, বিশেষ করে রমজান মাসে এই সড়কটি যেন যানজট মুক্ত রাখতে পারি। ওনারা কমিটি পুলিশের কাছে যে সহযোগিতা করেছে সেজন্য আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।