সিদ্ধিরগঞ্জে ‘মেইড ইন পাকিস্তান’ লিখা রিভলবার উদ্ধার, যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ পানিরকল এসিআই গেইটের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে খোদাই করে MADE IN PAKISTAN লিখা একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি রিভলবার উদ্ধার করা হয় বলে জানায় র্যাব-১১।
আটককৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। সে সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। বুধবার (৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. ইশতিয়াক হোসাইন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার র্যাব—১১ একটি টহল দল পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করার জন্য বের হয়। টহল দলটি সন্ধ্যা সাড়ে ৭টায় পানিরকল এসিআই গেইটের সামনে রাস্তার উপর র্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেন। চেকপোষ্ট চলাকালে ৮টায় এক যুবক সন্দেহজনক ভাবে র্যাবের চেকপোষ্ট অতিক্রমকালে টহল কমান্ডার পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাস তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। পরে বিধি মতে আটককৃত’কে তল্লাশী করে তার পরিহিত নীল রংয়ের ফুল প্যান্টের ডান পার্শ্বের কোমরে গোজা অবস্থায় খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার (যার বডিতে খোদাই করে ইংরেজিতে MADE IN PAKISTAN লেখা রয়েছে) উদ্ধার করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধ ভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার কাছে রেখেছিল। তার কাছে রিভলবার রাখার বৈধ কোন কাগজপত্র নাই। পরে ঘটনাস্থলে বিধি মতে জব্দ তালিকা প্রস্তুত করে টহল কমান্ডার পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাস গ্রেফতারকৃত আসামী ও আগ্নেয়াস্ত্রসহ সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান (২০) এর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।