মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
Led05রাজনীতি

স্বজন হত্যা মামলায় এসএম রানা ৪ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: মাদার প্রিন্টের কর্ণধার ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ সভাপতি এসএম রানাকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বজন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৩ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে শুনানী শেষে এ রায় ঘোষণা করা হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, ‘সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এসএম রানাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন তার ভাই। এ ছাড়াও গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসএম রানাকে আটক করে পুলিশ।

RSS
Follow by Email