ত্বকী হত্যার বিচার চেয়ে আদালতে অভিযোগপত্র জমা
# আবারও বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখা দিচ্ছে: বিশিষ্ট লেখকগণ
লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২ বছর উপলক্ষে দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দিয়ে, বিচার শুরু করার দাবিতে বিবৃতি প্রদান করা হয়েছে। রবিবার (২ মার্চ) দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক ওই বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। হত্যার ১২ বছর পূর্ণ হচ্ছে, অথচ আজো এর অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয় নাই। আমরা এ দীর্ঘ সময় বহুবার বিবৃতি দিয়ে, সংবাদ সম্মেলন করে, সমাবেশে, সংবাদপত্রে লেখনীর মাধ্যমে এ হত্যার বিচার চেয়েছি। কিন্তু বিগত সরকারের সময়কালে তাদের ইচ্ছাতে সাড়ে এগারো বছর এ বিচারটি বন্ধ করে রাখা হয়েছিল। গত ৫ আগস্টের পরিবর্তনের পরে অপরাধী কয়েকজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলাটিতে নতুন করে গতি সঞ্চার হয় এবং আমরা আশাবাদী হয়ে উঠি। কিন্তু আমরা লক্ষ করলাম এখন আবারো বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখা দিচ্ছে। আমরা সকল অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে অভিযোগপত্র জমা দিয়ে দ্রুত বিচারকর্য শেষ করার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে স্বাক্ষর করেন বিশিষ্ট লেখক, ভাষা—সংগ্রামী আহমদ রফিক, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, মানবাধিকার কর্মী ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, আলোকচিত্রী, মানবাধিকার কর্মী শহিদুল আলম, লেখক নারী নেত্রী মালেকা বেগম, মানবাধিকার কর্মী খুশী কবির, কবি সাংবাদিক সোহরাব হাসান, গণশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়য়া।