শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Led05বন্দর

বন্দরে ছাত্রলীগ নেতা মানু গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাঈনউদ্দিন মানু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বন্দর শাহী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাঈনউদ্দিন মানু বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। সে বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয় গত ৫ আগস্ট সকালে কদম রসুল কলেজের গেইটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাঈনউদ্দিন মানু সহ ১নং আসামী এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা আন্দোলনরত ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কোপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে এলাকার ছাত্রজনতা ও সাধারণ জনগণ এগিয়ে আসলে আসামীরা বাদীকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

RSS
Follow by Email