শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Led03শিক্ষা

শিক্ষার্থীদের এডি. ডিসি মাশফাকুর ‘রাষ্ট্র নিয়ে ঘাটাঘাটি করা ছাত্রদের কাজ না’

লাইভ নারায়ণগঞ্জ: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান বলেন, ‘মানুষ হিসেবে তোমাদের যার যে দায়িত্ব তা তোমাদের পালন করতে হবে। তুমি ছাত্র, রাষ্ট্র নিয়ে ঘাটাঘাটি করা তোমার কাজ নয়। তোমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে। পড়াশোনা শেষে তুমি রাষ্ট্র ও সমাজ নিয়ে ভাববে। আগে নিজে ভাল ছাত্র হয়ে দেখাও তারপর আঙুল তুলবে যে কীভাবে ভাল শিক্ষক হতে হয়। আগে তোমাদের নিজেদের যোগ্য হতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমরা সারাজীবন নামাজ পড়ি কিন্তু সিজদায় কী পড়ি তার অর্থ কয়জন জানি। আমাদের আল্লাহর গুনগুলো নিজের মাঝে ধারণ করতে হবে। পৃথিবীতে তুমি যত বড় মানুষ হও ভাল মানুষ হও তাহলে মানুষ তোমাকে পছন্দ করবে। তুমি যদি চোর হও তাহলে মানুষ তোমাকে পছন্দ করবে না। মানুষ হিসেবে আমাদের শিখত হবে। আল্লাহ আমাদের মানুষ হিসেবে কেন পাঠিয়েছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। আল্লাহ সূরা আল বাকারায় বলেছে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহর যে গুনগুলো একজন প্রানীর দ্বারা অর্জন করা সম্ভব সেটা যেন আমাদের মাঝে থাকে। আমরা নাম্বারে বিশ্বাস করি। এজন্যেই হয়ত জিপিএ আসে এক লক্ষ অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে পাশ করে মাত্র ১০০ জন। আমরা যা শিখছি তা কেন শিখছি এটা আমাদের বুঝতে হবে। আমি এসএসসিতে অংকে মাত্র ৪১ পেয়েছিলাম। আমরা এটা নিয়ে কোন অনুশোচনা ছিল না। কারণ আমি এটারই যোগ্য। পরবর্তীতে আমি অনেক অংশ মুখে মুখে করতাম। এটা হয়েছিল কারণ এসএসসি পর্যন্ত আমার অংকের কোন খাতা ছিল না। এটা দেখে আবার অনুপ্রানীত হয়ো না। এখন অনেক কম্পিটিশন। আমি কখনও মুখস্থ করিনি।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি কমিশনার ফারহা ফাতেহা তাকমিলা, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিংবডির অভিবাবক প্রতিনিধি(স্কুল) মোঃ আমিনুর ইসলাম মিঠু, দাতা প্রতিনিধি মোঃ সোহেল আকতার সোহান, কো—অপ্ট সদস্য মোঃ সেলিম আহমেদ, অভিবাবক প্রতিনিধি(সংরক্ষিত মহিলা) সৈয়দা ফাহমিদা আহমেদ সিমা প্রমুখ।

RSS
Follow by Email