শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
ফতুল্লা

ফতুল্লায় সর্বজনীন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ

রমজানের শিক্ষা হলো মানবতার সেবা: সর্বজনীন ফোরাম

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সর্বজনীন ঐক্য ফোরাম। বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে ফতুল্লার পাগলা বাজার কাজী খোরশেদ প্লাজার সামনে ওই কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের সভাপতি এম. সোহাগ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন শাওন এর উপস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বজনীন ঐক্য ফোরামের উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন, শামসুল আলম, বাবলু মিয়া, রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইউসুফ মিয়া ও অন্যান্য দায়িত্বশীলরা ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।

অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা। সংগঠনটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RSS
Follow by Email