রমজানের বাজারে চেম্বারের পক্ষ থেকে একটি মনিটরিং সেল করবো: দিপু ভূঁইয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, ‘আমরা আশা করবো রমজানে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশী রাখবেনা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটা মনিটরিং সেল করা হবে। আমরা একটা হটলাইন নাম্বার দিব। কোন ব্যবসায়ী যদি মূল্যতালিকার চেয়ে বেশী দর রাখে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিব।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য তিনি আরও বলেন, ‘যে দ্রব্যগুলো রমজানে ব্যবহার হয় সেগুলোর ৩৯ শতাংশ বেশী আমদানী করা হয়েছে। সরকার এসব পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে। এএফও এর রিপোর্ট অনুযায়ী ০.৯ সূচক কমেছে। তাই রমজানে দাম বাড়ার প্রশ্ন উঠেনা। এছাড়া যানজট, হকার সমস্যা নিরসন ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ সমন্বিত কাজ করবো। বিগত দিনের ন্যায় এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেয়া হবে।
সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ মিয়া, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু প্রমুখ। এসময় শংকর কুমার সাহা, হাজী নুরুদ্দিন, শফিকুর রহমান লিটনসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।