বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
Led05ফতুল্লা

সংবাদ সম্মেলনে এডি. এসপি ‘বাইজিদকে খুনের পর চেয়েছিলো মুক্তিপনের টাকা’

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শিশু বাইজিদকে অপহরণ ও হত‌্যার রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করেছে ফতুল্লা থানা পু‌লিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকা‌ল সা‌ড়ে ৫টায় জেলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে এ সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মলনে অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্কেল ক) হাসিনুজ্জামান বলেন, ‘২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমানিক ৬ টায় শিশু বাইজিদ আকন (৯) ফতুল্লা রেল ষ্টেশন শাহানাজের ভাড়া দেয়া বাসার সামনে থেকে নিখোঁজ হয়। এসময় বাইজিদের বাবা ও এ মামলার বাদী তার ছেলেকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানায় জানায়। এরপর অজ্ঞাত নামা একজন আসামী ফোন বাইজিদের বাবার কাছে ছেলেকে জীবিত ফিরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।। পুলিশ তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে আসামী মোঃ ফেরদৌস আলীকে ২৫ ফেব্রুয়ারি বিকালে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আসামী মোঃ ফেরদৌস আলীর সাথে বাইজিদের পরিবারের ভালো সম্পর্ক ছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক আসক্ত ছিলো এবং টাকার জন্য দীর্ঘদিন ধরে বাইজিদকে অপহরণের পরিকল্পনা করছিলো। আসামী বাইজিদকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শিশুকে নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষিপ্ত হয়ে ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকার জনৈক সাহাবুদ্দিন এর পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে যায়। ইট ভাটার দক্ষিন পাশে নিয়ে মশারী দিয়ে মুখ পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যার রহস্য গোপন করার জন্য বাইজিদের লাশ গর্তের মধ্যে কচুরী পানা ও ময়লা দিয়া ঢেকে আাসমী দেশের বাড়ী করিমগঞ্জ পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ফোন দিয়ে বাইজিদের বাবার কাছে মুক্তিপন দাবি করে। আসামীর দেয়া তথ্যমতে একইদিন রাত্র ১০ টা ১৫ মিনিটে শিশু বাইজিদের লাশ ফতুল্লার সেই পরিত্যক্ত ইট ভাটার দক্ষিন পাশে গর্তের মধ্যে থেকে উদ্ধার করেছি। আসামী ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত হওয়ায় তারা নিজেরাও হতবাক। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।’

RSS
Follow by Email