বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
Led04আদালত

নগরীতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে যানজট নিরসন ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চাষাড়া মোড়, সায়েস্তা খাঁ সড়ক, মীর জুমলা সড়কসহ আশে পাশের এলাকায় ওই অভিযান পরিচলনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া আক্তার।

অভিযানে সাধারন জনগন সচেতন করা, অবৈধভাবে পার্কিং করা গাড়ি উচ্ছেদ করা ও জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ৫ জনকে মোট ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া আক্তার বলেন, ‘যানজট নিরসন ও ফুটপাতকে দখল মুক্ত রাখতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনা অনুয়ায়ি দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত অভিযান করা হয়। অভিযানে ৫ জনকে বিভিন্ন মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। যানজট নিরসন ও ফুটপাতকে দখল মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

RSS
Follow by Email